রাজশাহীর হড়গ্রাম কাঁচা বাজার অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০; সময়: ২:১৫ অপরাহ্ণ |
রাজশাহীর হড়গ্রাম কাঁচা বাজার অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর হড়গ্রাম কাঁচা বাজার অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হড়গ্রাম কাঁচা বাজারের কোনো নির্দিষ্ট নির্ধারিত স্থান ছিলো না। কিন্তু রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন যেখানে বাজার নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন সেখানেই দ্রুত বাজারটি নির্মাণ হোক। এই বাজারের নির্ধারিত কোনো স্থান ছিলো না। কিন্তু এখন রাসিকের নির্ধারণ করা স্থানে দ্রুত বাজার নির্মাণ করা হলে এখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হড়গ্রাম কাঁচা বাজার অন্যত্র ফাঁকা জায়গায় নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। তবে শনবিার (১২ সেপ্টেম্বর) ব্যবসায়ীরা সিটি করপোরেশনের নির্মাণ করা স্থানেই বাজার দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে