রাজশাহীতে আড়ত থেকে ইলিশ লুটের অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২০; সময়: ১১:২৪ অপরাহ্ণ |
রাজশাহীতে আড়ত থেকে ইলিশ লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীতে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর করে মাছের আড়ত থেকে নগদ অর্থ ও মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকাল ১১টায় নগরীর বড় নিউমার্কেটের পশ্চিমের ইলিশ মাছের আড়তে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী নগরীর বোয়ালিয়া থানাধীন মৃত মহসিন আলীর ছেলে আলাউদ্দিন দীন মোহাম্মদ (৫১) বোয়ালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকলে গোরহাঙ্গা এলাকার খলিলের ছেলে মোমিন দোকান হতে একটি ইলিশ মাছ নিয়ে টাকা না দিয়ে চলে যাওয়ার সময় তার নিকট টাকা চাইলে সে বলে তোর কাছে আগের মাছ পাবো, সেটা হতে কেটে নে। ব্যবসায়ী দিন মোহাম্মদ বলেন কেউ আমার কাছে কোন মাছ পাবে না। এখন ব্যবসায় সময় পরে দেখা যাবে এখন এই মাছের টাকা দেন।

তবে সে তর্ক বিতর্ক করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজের কারণ জিজ্ঞাসা করলে আকাশ, সোহাগ, উৎস কর্মকারসহ মোমিনের আত্মীয়-স্বজন ২০ থেকে ২২ জন চারদিক হতে ঘিরে ধরে এলোপাতাড়িভাবে বাঁশের লাঠি হাত ও পা দিয়ে মারপিট শুরু করে।

পরে তারা ক্যাশ বক্স থেকে ইলিশ মাছ বিক্রয়ের নগদ ১ লাখ ৮০ হাজার ৭২০ টাকা এবং অনুদান ১ লাখ ৫০ হাজার টাকার ইলিশ মাছ জোরপূর্বক নিয়ে যায়। তারা সবাই স্থানীয় ও প্রভাবশালী হওয়ায় ব্যবসায়ীরা কিছু বলতে পারেনি বলেও ভুক্তভোগী দীন মোহাম্মদ জানান।

  • 7.8K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে