চারঘাটে দিনব্যাপী উদ্ভাবন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০; সময়: ৮:০৮ অপরাহ্ণ |
চারঘাটে দিনব্যাপী উদ্ভাবন বিষয়ক কৃষক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় দিনব্যাপী বাংরাদেশ শাক-সবজি, ফল ও পান ফসলের পোকা মাকড় রোগ বালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারন প্রকল্পের আওতায় একদিনের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রশিক্ষন অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ রেজাউল করিম, রাজশাহী এডিডি (উদ্যান) সাইফুল ইসলাম, সিনিয়র হর্টিকালচারিস্ট অহেদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন-নাহার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খন্দকার ফিরোজ মহাম্মদ, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু ও উপ-কৃষি কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন কৃষকদের অনলাইনের মাধ্যমে প্রকল্প পরিচালক কৃষিবিদ রেজাউল করিম সার তৈরীর ব্যবহার এবং বোর্দো পেস্ট, বোর্দো মিকচার করে নিরাপদ খাদ্য বৃদ্ধি ও গুনগত মান সম্পন্ন ফসল করার জন্য তাদের দিক নির্দেশনা প্রদান করেন।

  • 34
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে