চারঘাটে কন্যাশিশু বিষয়ক অভিভাবক সভা ও গাছ বিতরন

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ৮:২৯ অপরাহ্ণ |
চারঘাটে কন্যাশিশু বিষয়ক অভিভাবক সভা ও গাছ বিতরন

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা উচ্চ বিদ্যালয় ইউনিট এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট এর হার চয়েজ সহযোগিতায় পলাশবাড়ি গ্রামে বুধবার ৯ সেপ্টেস্বর সকালে কন্যাশিশুর বাগান তৈরী ও অভিভাবক সভা অনুষ্ঠিত হযেছে।

ঝিকরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু। এসময় উপস্থিত ছিলেন সমাজ প্রধান আব্দুল হান্নান, ঝিকরা স্কুল ইউনিটের কো-অডিনেটর মেঘলা খাতুন, তমিজ উদ্দিন, রোকসানা ও দি হাঙ্গার প্রজেক্ট ইউসি আশরাফুল ইসলামসহ অবিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, বিদ্যালয় বন্ধ থাকায় বিভিন্ন আঙ্গিনায় গাছ লাগানো ও বাগান তৈরী করা আমার শখ। সকলকে করোনা কালীন স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। অনুষ্ঠান শেষে মেঘনা খাতুনকে বাগান তৈরী করার জন্য তাকে ফলজ ও লেবু চারা প্রদান করা হয় এবং অভিভাবকগন ও শিশুকন্যাদের মাঝে ফলজ গাছ চারা বিতরন করা হয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে