রাজশাহীতে সড়কের বেহাল দশা (ভিডিও)

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২০; সময়: ৫:১৭ অপরাহ্ণ |
রাজশাহীতে সড়কের বেহাল দশা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোর উপজেলার প্রধান সড়কের বেহাল দশা। সড়কে একটু পরপর বড় বড় গর্ত ও খানাখন্দ যেন সাক্ষাৎ মৃত্যুকূপ। প্রতিদিনই ঘটছে দূর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, মাত্র তিন বছর আগে নির্মান করা সড়কটি এখন চলাচলের প্রায় অযোগ্য।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধিনে প্রায় ৩০ কিলোমিটার সড়কের সংস্কারও নেই দীর্ঘদিন। এদিকে দ্রুত সংস্কারের পাশাপাশি উপজেলার প্রধান সড়কপথ এলজিইডি থেকে সড়ক বিভাগে অধীনে নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংসদ।

এটি রাজশাহী থেকে তানোর উপজেলা যাবার প্রধান সড়ক। স্থানীয়দের অভিযোগ, সড়ক তৈরীর তিন বছরের মধ্যেই হয়েছে এমন বেহাল অবস্থা। বিশেষ করে বাগঘানি থেকে চান্দুরিয়া, থানার মোড় থেকে মুন্ডুমালা যাবার পথ চলাচলের প্রায় অযোগ্য। এই বর্ষায় নতুন করে খানাখন্দ সৃষ্টি হলেও সড়ক তৈরীতেই নাকি ছিলো অনিয়ম, জানালেন উপজেলার চেয়ারম্যান লুৎফর হায়দা রশিদ ময়না।।

তাই উপজেলার প্রধান সড়কগুলো স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে সড়ক বিভাগের অধীনে নিয়ে সংস্কারের দাবি জানান স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী।

এদিকে সড়কের বিষয়ে কথা বলতে এলজিইডি কার্যালয়ে গেলে, দেখা দেননি নির্বাহী প্রকৌশলী। তবে জানিয়েছেন, বর্ষা মৌসুম শেষে তানোর-মুন্ডুমালা সড়কের ১৭ কিমি সংস্কার করা হবে। যার ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৭৮ লাখ টাকা।

  • 122
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে