বাগমারায় সরকারী কর্মকর্তাদের সাথে রাজশাহী জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ৬:৫৬ অপরাহ্ণ |
বাগমারায় সরকারী কর্মকর্তাদের সাথে রাজশাহী জেলা প্রশাসকের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : ভয়ভীতি উবের্ধ রেখে সরকারী কর্মকর্তাদের জনগনের সেবায় নিজেদের নিয়োজিত থাকতে নির্দেশ দিয়েছেন সদ্য যোগদানকৃত রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে বাগমারা উপজেলার সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

যে সকল সরকারী কর্মকান্ডের সাথে জনগনের সম্পৃক্ততা থাকতে হবে সে গুলো কাজের সাথে এলাকার জনগনকে সংঘবদ্ধ করে কাজের গতি বাড়িয়ে নিতে হবে। সকল ভয়ভীতি উবের্ধ রেখে সরকারী কাজে নিষ্ঠার সাথে দায়ীত্ব পালনের জন্য সরকারী কর্মকর্তার নির্দেশ দিয়েছেন।

জেলা প্রশাসক আব্দুল জলিলের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ, সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা এ্রলজিইডি’র প্রকৌশলী সানোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আবুল, প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

  • 58
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে