পবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ৬:৪৮ অপরাহ্ণ |
পবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে কোভিড-১৯ সংকট: স্বাক্ষরতার শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা ও উপজেলা সহকারি প্রোগ্রামার সেলিম হোসেন। স্বাগত বক্তব্য ও সভা পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান ইসলাম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ওমর আলী, প্রধান শিক্ষক কবির উদ্দিন, পবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব।

উপস্থিত ছিলেন অধ্যক্ষ আফছার আলী, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা একেএম মাসদু রানা, জোবাইদা খানম, আশরাফুন্নেসা, ইউআরসি ইন্সট্রাক্টর লুৎফে জাহানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান ভার্চ্যুয়াল পদ্ধতিতে এ সভায় অংশ নেয়।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে