তানোরে চেয়ারম্যানের বাড়িতে দেখা করতে গিয়ে ভিমরুলের কামড়ে শিশু আহত

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২০; সময়: ৬:৩৭ অপরাহ্ণ |
তানোরে চেয়ারম্যানের বাড়িতে দেখা করতে গিয়ে ভিমরুলের কামড়ে শিশু আহত

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারী বাসভবনে এক শিশুকে কামড়িয়েছে ২৫ টি ভিমরুল। ভিমরুলের কামড়ের সিকার ওই শিশুকে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

(৮ই সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ৩ টার দিকে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সরকারী বাসভবনে এঘটনা ঘটে। ওই শিশুর নাম আলিফ হোসেন (৬)। সে তানোর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল গনির ছেলে।

প্রত্যক্ষদর্শি ও শিশুর পরিবার সুত্রে জানা গেছে, তানোর নারায়নপুর গ্রামের আব্দুল গনির স্ত্রী ময়না আক্তার মুক্তা শিশুকে নিয়ে তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়ানার সাথে দেখা করার জন্য উপজেলা পরিষদ চত্বরস্থ্য চেয়ারম্যানের সরকারী বাসভবনে আসেন।

এসময় চেয়ারম্যান বাসভবনের ভিরতের ঘরে এলাকার লোকজনের সাথে কথা বলতে ব্যাস্থ্য থাকা শিশুসহ তার মাকে ভবনের ভিতরের একটি ঘরে বসতে দেয়া হয়।

এক পর্যায়ে ওই শিশুটি ঘর থেকে বেরিয়ে বাসভবনের বাউন্ডারীর ভিতরের উত্তর কোনে পড়ে থাকা পুরোনো ও ভাঙ্গা জীবগাড়ীর কাছে যাওয়া মাত্রই সেখানে থাকা ভিমরুল ওই শিশুকে ঘিরে ধরে এবং কামড়াতে শুরু করলে শিশুটি কাঁদতে কাঁদতে দৌড়ে ভবনের গেটের কাছে আসে।

এসময় গেটের কাছে দাঁড়িয়ে থাকা কযেকজন ব্যাক্তি শিশুটির গায়ে কামড়ে থাকা প্রায ২০/২৫টি ভিমরুল ছাড়িয়ে ফেলেন। পরে ওই শিশুকে তার মা তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করেন।

এনিয়ে শিশু আলিফের মা ময়না আক্তার মুক্তা বলেন, বিশেষ প্রয়োজনে চেয়ারম্যানের সাথে কথা বলতে ঘরেই বসেছিলাম হঠাৎ তান ৬ বছরের ছেলে আলিফ হোসেন ঘরের বাইরে যায়।

তিনি বলেন, ২৫ টি ভিমরুল আলিফের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়েছে। তানোর হাসপাতালের ডাক্তাররা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

 

  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে