ইউএনওর উপর হামলার প্রতিবাদে বাগমারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৭:৩১ অপরাহ্ণ |
ইউএনওর উপর হামলার প্রতিবাদে বাগমারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের উপর হামলা ও তার বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলীকে হত্যার চেষ্টার প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবীতে রাজশাহীর বাগমারায় বীরমুক্তিযোদ্ধাদের এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে উপজেলা চত্বরে এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলীর উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ইউএনও’র উপর হামলার প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আব্দুল মালেক মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সোলাইমান আলী হিরু, রেজাউল করিম, মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে হামলাকারীদের বিচারের মাধ্যমে শাস্তির দাবী জানানো হয়। উপজেলার বীরমুক্তিযোদ্ধারা ছাড়াও মানববন্ধনে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও এলাকার সচেতন মানুষ অংশ গ্রহন করেন।

  • 130
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে