রাজশাহীতে মতি শাহ্ (র:) পবিত্র ওরশ আজ

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২০; সময়: ৩:৫৬ অপরাহ্ণ |
রাজশাহীতে মতি শাহ্ (র:) পবিত্র ওরশ আজ

নিজস্ব প্রতিবেদক : উপমহাদেশের অন্যতম জ্ঞানসাধক ও ধর্ম প্রচারক হযরত মতি শাহ (র) এর ৪৬০তম জন্ম ও ৩৪৬তম ওফাত দিবস স্মরণে রাজশাহীতে আগামীকাল থেকে তিন দিনব্যাপী পবিত্র ওরশ অনুষ্ঠিত হবে। পবিত্র ওরশ শুরুর আগে হযরত মতি শাহ (র:) দরগাহ্ শরীফের খাদেম ও ভক্তরা আজ বিকেলে হযরত শাহ্ মখদুম ররূপোশ (র:) এর মাজারে গোলাপপোসী (চাদর চড়াবেন) করবেন।

প্রসঙ্গত, হযরত মতি শাহ্ (র:) সুদূর ইরাকের বাগদাদ শহরে জন্মগ্রহণ করেন এবং ওই শহরের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপদ পদে কর্মরত ছিলেন। তিনি ইসলাম প্রচারের জন্য তৎকালীন খাজা মঈনউদ্দিন হাসান সাঞ্জরী আতায়ে রাসুল আজমেরী রহঃ ডাকে ভারতবর্ষে আসেন। তিনি হযরত আব্দুল কাদির জ্বিলানী (রঃ) ও হযরত শাহ্ মখদুম রূপোশ (র:) এর বংশের সন্তান ছিলেন। তিনি ধর্ম প্রচার করতে করতে বাংলাদেশের রাজশাহীতে ওফাত লাভ করেন (মৃত্যুবরণ)। তাঁকে তাঁর পীরবাবা (গুরু) হযরত বোরহান উদ্দিন শাহ্ (র:) র পাশে সমাধিত করা হয়।

উক্ত পবিত্র ওরশ মোবারক রাজশাহী বিশ্ববিদ্যালয় মেইন গেট সংলগ্ন হযরত বোরহান উদ্দিন শাহ্ (র:) ও হযরত মতি শাহ্ (র:) দরগাহ্ শরীফ ও জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সুফী ফাউন্ডেশনের কেন্দ্রীয সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক।

১ম দিন প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ২য় দিনে রাজশাহী সদও আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও শেষ দিন প্রধান অতিথি থাকবেন রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

  • 50
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে