রাজশাহী বিভাগে নতুন শনাক্ত ৭০ জন, মৃত্যু ২

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২০; সময়: ১:২০ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে নতুন শনাক্ত ৭০ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় চাঁপাইনবাবগঞ্জে দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছে। এছাড়াও গত ২৪ ঘন্টয় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৫৯ জন।

শনিবার সকাল পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৩৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৩ হাজার ৮৭৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭১৯ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ১ জন, বগুড়ায় ৩০ জন, সিরাজগঞ্জে ২ জন ও পাবনায় ২৪ জন। তবে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।

তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৯১৩ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৫০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭১৭ জন, নওগাঁয় ১ হাজার ১৮১ জন, নাটোরে ৮৬৮ জন, জয়পুরহাটে ৯৭৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৮৬ জন ও পাবনায় ১ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৬৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬০ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩ হাজার ৮৭৮ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৩৮৬, চাঁপাইনবাবগঞ্জে ৫৫১ জন, নওগাঁয় ১ হাজার ৪৮ জন, নাটোরে ৬৬৫ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৮৮৩ জন, সিরাজগঞ্জ ১ হাজার ২১৩ জন ও পাবনায় ৯০৩ জন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে