জনস্বার্থে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০; সময়: ১০:২৮ অপরাহ্ণ |
জনস্বার্থে রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, শনিবার নগর ভবন হতে দড়িখরবোনা মোড় হয়ে উপশহর ১ ও ৩নং সেক্টর, সপুরা, পানি উন্নয়ন বোর্ডের সামনে দিয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ৩৫ টি মামলা দায়ের করে এক লাখ ৫৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

  • 105
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে