রাজশাহীতে ক্রীড়া পাঠাগারে লুৎফুল হক ক্রীড়া কর্নারের শুভ উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২০; সময়: ৭:৪২ অপরাহ্ণ |
রাজশাহীতে ক্রীড়া পাঠাগারে লুৎফুল হক ক্রীড়া কর্নারের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অবস্থিত বাংলাদেশের প্রথম ও একমাত্র বেসরকারিকাবে গড়ে তোলা ‘শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার ও সংগ্রহশালায় ৪ সেপ্টেম্বর গত শুক্রবার সন্ধায় প্রথম আলো পত্রিকার উপদষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক মুহাম্মদ লুৎফুল হক প্রদত্ত ক্রীড়া সামগ্রীর দ্বারা ‘মুহাম্মদ লুৎফুল হক ক্রীড়া কর্নার’ নামে একটি কর্নার উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও রাজশাহী দাবা একাডেমির সভাপতি মোঃ আমানুল হক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর উপদেষ্টা মুহাম্মদ লুৎফুল হক, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ সানাউল্লাহ, সচেতন রাজশাহীর নির্বাহী পরিচালক মোঃ হাসানুল ইসলাম চুন্নু, অবসরপ্রাপ্ত জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা ডঃ মোহাঃ আজমল খান, বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম আলমগীর, রাজশাহী সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা আনারুল হক আনা, স্বনামধন্য কবি মুকুল কেশরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দীর্ঘ কয়েক যুগ যাবত মুহাম্মদ লুৎফুল হক কর্তৃক সংগৃহীত ক্রীড়া সামগ্রী যা ক্রীড়া পাঠাগারে প্রদান করা হয়েছে তার মধ্যে রয়েছে বই, কোটপিন, আমন্ত্রণ পত্র, স্যুভেনীর, গেঞ্জি, বিনিময় পতাকা, ক্যাপ, স্মরণিকা ইত্যাদি।

উল্লেখ্য শেখ মনিরুল ইসলাম আলমগীর ক্রীড়া পাঠাগার ও সংগ্রহশালা বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, সেমিনার, রাজশাহী প্রিমিয়ার বাস্কেটবল লীগে অংশগ্রহণ, বিদেশে আয়োজিত বিভিন্ন ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক উৎসবে অংশগ্রহণসহ নানা ধরনের ক্রীড়া ও শিক্ষা সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এছাড়াও এ বছর ডিসেম্বর মাসে রাজশাহী জেলার লেখক, লেখিকাদের মননশীল বইয়ের সচিত্র বিবরণসহ একটি লেখক পরিচিতি বই পাঠাগারের উদ্যোগে প্রকাশিত যাচ্ছে।

  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে