অবশেষে অবরুদ্ধ থেকে মুক্ত হলো মোহনপুরের হিন্দু পরিবার গুলো

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০; সময়: ৭:৩২ অপরাহ্ণ |
অবশেষে অবরুদ্ধ থেকে মুক্ত হলো মোহনপুরের হিন্দু পরিবার গুলো

নিজস্ব প্রতিবেদক : মোহনপুর উপজেলার হাটরা গ্রামে রাস্তা বন্ধ করে পাকা পাচীর নির্মান করায় প্রতিবাদ সভা করা হয়েছে। শুক্রবার বিকালে এলাকার জনসাধারণ সুরঞ্জিত সরকার এর উঠানে এ সভার আয়োজন করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ব খ্রিস্টান পরিষদের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ,মোহনপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার সরকার তপন, সাধারণ সম্পাদক আর কে রতন, উপজেলা হিন্দু বৌদ্ব খ্রিস্টান পরিষদের সভাপতি সুরঞ্জিত সরকার, সাধারণ সম্পাদক নিখিল সরকার, উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি আসগর আলী সাগর, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মান্নান, আঃহামিদ, আঃ রহিম প্রমুখ।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাক আহমেদ বলেন, জন-সাধারনের চলাচলের জন্য রাস্তা ছেড়ে প্রাচীর নির্মানের কথা ছিল কিন্তু তিনি তা করেননি। বিধায় আজকের সভায় সকলের সিদ্ধান্ত ক্রমে অবৈধ প্রাচীর অপসারণ এর নির্দেশ গ্রহন করা হয়।

উল্লেখ্য হাটরা গ্রামে জোর পূর্বক ভাবে আইনুল ইসলাম রাস্তার উপর প্রাচীর নির্মান করেন। রাস্তা অপসারণ করার কথা বললে ভয় ভীতি ও হুমকি প্রদান করে ছিলেন। এর ফলে ১০ টা হিন্দু পরিবারের সদস্যদের অবরুদ্ধ অবস্থায় বসবাস করতে হয়।

  • 109
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে