রাজশাহী বিভাগে কর্মরত সাংবাদিকদের সাথে ডিসি ও মেয়রের মতবিনিময় সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২০; সময়: ৭:১৭ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে কর্মরত সাংবাদিকদের সাথে ডিসি ও মেয়রের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : করোনাকালীন সাংবাদিকতার বিষয়ে রাজশাহী বিভাগে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছে প্রেস ইনস্টেটিউট বাংলাদেশ-পিআইবি। গতকাল শুক্রবার বিকেল ৩টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন- পিআইবি মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল।

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় মত বিনিময় সভায় অংশ নেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান, আকবারুল হাসান মিল্লাত, সিটি প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ জুলফিকার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক বদরুল হাসান লিটন, সিনিয়র সাংবাদিক কাজী গিয়াস, আনিসুজ্জামান, রাশেদ ইবনে ওবায়েদ প্রমুখ।

এর আগে রাজশাহী বিভাগের মূলধারার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। এসময় রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নভুক্ত ৬২ জন সদস্যসহ মোট ৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ২০ জন, নাটোরে ২০ জন ও নওগাঁর ২০ জন মূলধারার সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

  • 43
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে