মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে কারাতে প্রশিক্ষণের উদ্ধোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ৯:০০ অপরাহ্ণ |
মোহনপুরে শিশু বিবাহ প্রতিরোধে কারাতে প্রশিক্ষণের উদ্ধোধন

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : মোহনপুর এসিডির উদ্যোগে ও ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশে শিশু বিবাহ নিরোধের প্রকল্পে আওতায় কারাতে প্রশিক্ষণ উদ্দোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় টায় আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজ মাঠে প্রশিক্ষণ উদ্ধোধন হয়। উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আরসুজ্জামান মালেক।

প্রধান অতিথি ছিলেন অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আশরাফ আলী, এস আই আব্দুর রাজ্জাক, এসিডির শিবগঞ্জ এরিয়া অফিসার হুমায়ন কবির, প্রকল্প সমন্বকারী মনিরুল ইসলাম পায়েল, এসিডি প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুনসহ শিক্ষার্থী অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশে যৌন হয়রানি আর নারী নির্যাতনের হার বেড়ে চলছে ফলে আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট বা কারাতে প্রশিক্ষণে কিশোরী শিক্ষার্থীদের আত্মরক্ষার পাশাপাশি শারীরিক সুস্থ্যতার বিবেচনায় এসিডির এর প্রশিক্ষনের আয়োজন করেছেন। কিশোরী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ এ মুহূর্তে কারাতে প্রশিক্ষণ নিচ্ছেন ১৫ জন প্রশিক্ষণার্থী।

রুমি খাতুন প্রশিক্ষনার্থী গৃহিনী মা সুফিয়া বেগম বলেন, সমাজের অমূলক ভ্রান্ত ধারণা ভাঙতে গৃহিনী স্কুল পড়ুয়া একমাত্র কন্যাকে তিনি কারাতে স্কুলে নিয়ে আসবেন। মেয়েদের কারাতে শেখা ঠিক নয় এই ধরনের অমূলক ভ্রান্ত ধারণা ভাঙতেই তাই আজ নিজের মেয়েকে কারাতে শেখাচ্ছেন সুফিয়ার তাঁর মতে, বাংলাদেশের মেয়েদের আত্মরক্ষার কৌশল জানা খুবই জরুরি।

কারাতে প্রশিক্ষক মোজাম্মেল হক ও মনিরা খাতুন বলেন মফস্বলের নারী ও কিশোরী শিক্ষার্থীদের জন্যও চাই আত্মরক্ষার কৌশল তাঁর মতে, শহরের চেয়ে গ্রামে যৌন হয়রানি এর হার কোনো অংশে কম নয় তাই মফস্বল এলাকার শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে চান তিনি।

  • 60
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে