শনিবার রাজশাহী যেসব এলাকায় ২ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ৮:২৭ অপরাহ্ণ |
শনিবার রাজশাহী যেসব এলাকায় ২ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক : আগামি শনিবার ৫ সেপ্টম্বর দুই ঘন্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেডের (নেসকো)। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী প্রকৌশলী আবু সাইদ হেলালীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ নেসকো লি. এর কাটাখালী ১৩২/৩৩ কেভি গ্রীড সাব-স্টেশন, রাজশাহীর শালবাগান ৩৩ কেভি ব্রেকার ও আইসোলেটরের জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। তাই ওই দিন সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত রাজশাহীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে উপশহর, শিরোইল, টেক্সটাইল, ছোটবনগ্রাম, পদ্মা, চন্দ্রিমা, শাহমখদুম, বনলতা আএ, আসাম, মালদা কলোনী, নওদাপাড়া, বায়া, আমচত্বর, ভুগরইল, ওমরপুর, বড়বনগ্রাম, কৃষ্টগঞ্জ, খড়খড়ি, পবা, নওহাটা, মথুয়া, বড়গাছী, বাধবপুর, বাগধানী, দৌলতপুর, টেমা, বেড়াবাড়ী, চান্দুবিয়া, তানোর ইত্যাদি এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ সরবরহ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, বিকল্প সোর্স লাইনের মাধ্যমে উল্লেখিত এলাকাসমূহে মাঝে মাঝে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে। আর বিদ্যুৎ সিস্টেম উন্নয়ন কাজের স্বার্থে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার জন্য নেসকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

 

  • 290
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে