সিপাইপাড়া এলাকায় সরু রাস্তা প্রশস্তকরণের স্থান পরিদর্শনে রাসিক মেয়র লিটন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ৭:০৬ অপরাহ্ণ |
সিপাইপাড়া এলাকায় সরু রাস্তা প্রশস্তকরণের স্থান পরিদর্শনে রাসিক মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক : মহানগরীর ৮নং ওয়ার্ডের সিপাইপাড়া এলাকার টিচার্স ট্রেনিং কলেজের উত্তর থেকে দক্ষিণ গেট পর্যন্ত পাশের গলিপথ প্রশস্তকরণের লক্ষ্যে রাস্তাটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে মেয়র রাস্তাটি এলাকা পরিদর্শন করেন। রাস্তাটি ড্রেনসহ ১৪ ফিট প্রশস্ত করা হবে। ড্রেন ও রাস্তা প্রশস্তকরণ কাজটি সম্পন্ন হলে এ এলাকার নাগরিকদের চলাচলের সুবিধা ছাড়াও আরও নাগরিক সুযোগ-সুবিধা ও সেবা বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলী খান, রাসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, ইয়েস এর সভাপতি গোলাম নবী রনিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে, সিপাইপাড়া রাস্তা পরিদর্শন শেষে রাজশাহী কলেজের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ পরিদর্শন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে