বিষ দিয়ে হাঁস মেরে ফেলার বিচারের দাবীতে বাগমারায় দুই বৃদ্ধার ইউএনও’র দপ্তরে অবস্থান

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২০; সময়: ৬:৩৮ অপরাহ্ণ |
বিষ দিয়ে হাঁস মেরে ফেলার বিচারের দাবীতে বাগমারায় দুই বৃদ্ধার ইউএনও’র দপ্তরে অবস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : পাতিহাঁস হত্যার বিচারের দাবীতে রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অবস্থান নিয়েছেন পাতিহাঁসের মালিক নীলচাঁদ আলী ও কবেজ উদ্দীন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মহল্লায়।

এই সংবাদ লেখা পর্যন্ত পাতিহাঁসের দুই মালিক উপজেলা নির্বাহী কর্মকর্তার অপেক্ষায় তাঁর দপ্তরে অবস্থান করছেন বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তর একডালা মধ্যপাড়ার সামসুল ইসলাম হাঁস মালিকদের বাড়ির সামনে তার ধানের জমিতে পোকামারা বিষ প্রয়োগ করেন। বিষ প্রয়োগের বিষয়টি তিনি ওই এলাকার কোন লোকজনকে না জানিয়ে বাড়িতে চলে আসেন। সামসুল ইসলাম বাড়িতে ফিরে আসলে একই মহল্লার বিলাশপাড়া এলাকার নীলচাঁদ আলী ও কবেজ উদ্দীন নামের দুই বৃদ্ধার ১১টি পাতিহাঁস উক্ত ধানের জমিতে যায় এবং বিষের পানি ব্যবহারে সে গুলো মারা যায়।

বিষয়টি হাঁসের মালিকগন সামসুল ইসলামকে অবহিত করলে তিনি তাদের সাথে খারাপ আচরন করে তাড়িয়ে দেন। সামসুল ইসলামের আচরনে ক্ষুদ্ধ হয়ে নীলচাঁদ আলী ও কবেজ উদ্দীন নামের দুই বৃদ্ধা হাঁস গুলো ঝাকায় নিয়ে হত্যার বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে চলে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের বাহিরে থাকায় দুই বৃদ্ধার অফিসের নীচে হাঁস হত্যার বিচারের দাবীতে অবস্থান নেন। হাঁসের মালিক নীলচাঁদ আলী ও কবেজ উদ্দীন অভিযোগ করেন, সামসুল ইসলাম ষঢ়যন্ত্রমূলক ভাবে আমাদের পোষা হাঁস গুলো মেরে ফেলেছে। তারা তাদের হাঁস হত্যার বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এসেছেন। অভিযুক্ত সামসুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার শরিফ আহম্মেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

  • 240
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে