রাজশাহী বায়া সেফ হোমের নারীদের এমপি এনামুল হকের পোশাক উপহার

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০; সময়: ৮:২৭ অপরাহ্ণ |
রাজশাহী বায়া সেফ হোমের নারীদের এমপি এনামুল হকের পোশাক উপহার

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বায়ায় অবস্তিত সেফ হোমের নিবাসীদের মাঝে পোশাক উপহার প্রদান করলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, এনাগ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করছে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এনা গ্রুপের নিজস্ব সাঁকোয়াটেক্সের সোয়েটার ফ্যাক্টরিতে উৎপাদিত একশত পিচ পোশাক বায়ার সেই সেফ হোমের নিবাসীদের প্রদান করেন। রবিবার সাঁকোয়াটেক্সের সোয়েটার ফ্যাক্টরিতে সেফ হোমের পরিচালক লাইজু রাজ্জাকের হাতে তুলে দেন।

সেই সাথে বায়ার সেফ হোমের নিবাসীদের মাঝ থেকে কিছু দক্ষ প্রতিবন্ধীকে সাঁকোয়াট্রেক্সের সোঁয়েটার ফ্যাক্টরীতে নিয়োগ প্রদান করা হবে বলে পরিচালককে জানান এমপি এনামুল হক।

  • 331
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে