পুঠিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় বাবার অভিযোগ

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০; সময়: ৬:৪৭ অপরাহ্ণ |
পুঠিয়ায় স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় বাবার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় কলেজছাত্রের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা অভিযুক্ত কলেজছাত্রসহ ৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গত মঙ্গলবার সকালে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের কৈপুকুরিয়া এলাকা থেকে অপহরণের ঘটনা ঘটে এবং ওই দিনই সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কলেজ ছাত্রের নাম কামরুল হাসান (৩০) তিনি ভালুকগাছি ইউনিয়নের চক দুর্লভপুর গ্রামের জুলমত আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগেরও ছাত্র।

অপহৃত স্কুলছাত্রী একই ইউনিয়নের নন্দনপুর গ্রামের এক ব্যক্তির মেয়ে (১৪)। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীতে পড়ে।

অভিযোগে ছাত্রীর বাবা দাবী হয়ে, তার নাবালিকা মেয়ে পার্শ্ববর্তি কৈপুকুরিয়া গ্রামে প্রাইভেট পরতে যেতো। যাওয়া আসার পথে কামরুল প্রায়ই তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করে আসছিলো তার প্রস্তাবে রাজি না হওয়ায় ১ সেপ্টেম্বর সকালে প্রাইভেট পরতে যাওয়ার সময় কামরুল হাসান তার সহযোগীদের সহযোগিতায় মাইক্রোবাসে করে নাবালিকা মেয়েকে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ব্যপারে কথা বলতে অভিযুক্ত কামরুল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় একাধিক সুত্র জানিয়েছে, অভিযুক্ত কলেজ ছাত্রের সঙ্গে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। পরিবার থেকে তাদের সম্পর্ক মেনে না নেয়ায় তারা পালিয়ে যেতে পারে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বুধবার সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে ভুক্তভোগি মেয়েটির বাবা ৫ জনকে আসামী করে একটি অপহরণ মামলা দিয়েছেন। ঘটনার পর থেকে পুলিশ মেয়েটিকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। পাশাপাশি আসামিদেরও আটকের চেষ্টা চলছে।

  • 21
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে