চারঘাটে জমি সংক্রান্ত জের ধরে বশত বাড়ি দখল ও প্রাননাশের হুমকি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২০; সময়: ৬:৩২ অপরাহ্ণ |
চারঘাটে জমি সংক্রান্ত জের ধরে বশত বাড়ি দখল ও প্রাননাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে বশত বাড়ি দখল ও প্রাননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ধর্মহাটা গ্রামের মৃত: আবুল কাশেম শাহ এর ছেলে রাশেদুল ইসলাম লিখিত অভিযোগে বলেন তার পিতা মৃত্যুর আগে তার তিন ছেলে রফিকুল ইসলাম, আকতারুজ্জামান ও রাশেদুল ইসলাম তিন ভাই নামে বাড়িভিটা রেজিষ্ট্রি কওে দিয়ে যায়।

তারপর থেকে তিন ভাই মিলে বসবাস করে আসছিল। উক্ত সম্পত্তির উপর তিনভাই মিলে ঘর নির্মান করে। রাশেদুল বলেন প্রায় এক বছর পৃর্বে তার বড় রফিকুল ছোট ভাইয়ের নির্মাণ করা ঘর দখলের চেষ্টা করে।

উল্লেখ্য যে, রাশেদুল সরকারী চাকুরী হওয়ায় বাড়ি থেকে দুরে থাকে। এই সুযোগে কাজে লাগিয়ে বড়ভাই রফিকুল বাড়ি দখলের চেষ্টা বলে অভিযোগে উল্লেখ করেছে।

এব্যাপারে কয়েকবার সরদহ ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সালিশ হলেও তা মিমাংসা হয়নি। অবশেষে রাশেদুল সুবিচারের আশায় ২২/৭/২০ ইং তারিখে রাজমাহী সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭/২০২০।

এব্যাপারে তার বড় ভাই রফিকুল ইসলামের সাথে এ ০১৬৩৬১৯৩৬৩৮ মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোন সম্পত্তি দখল ও হুমকি দেয় নাই। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমুলক।

  • 35
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে