রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে পুলিশের উদ্ধারকৃত কষ্টি পাথর প্রদান

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০; সময়: ৯:৩৭ অপরাহ্ণ |
রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরে পুলিশের উদ্ধারকৃত কষ্টি পাথর প্রদান

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘরে একটি কষ্টি পাথরের মূর্তি হস্তান্তর করেছে নাটোরের সিংড়া থানা পুলিশ।

কালো পাথরের খোদাই করা নারীর মূর্তিটি মঙ্গলবার সকালে জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

মূর্তিটির দৈর্ঘ্য এক ফুট চার ইঞ্চি। জাদুঘরের উপ-প্রধান সংরক্ষণ কর্মকর্তা আব্দুল কুদ্দুস মূর্তিটি বুঝে নেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) সেলিম রেজা মূর্তি হস্তান্তর করেন।

গত ৮ এপ্রিল সিংড়ার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের একটি পুকুর থেকে কষ্টি পাথরের এ মূর্তিটি উদ্ধার করা হয়।

  • 110
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে