মোহনপুরে মাদক সম্রাট মাসুম গ্রেফতার

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০; সময়: ৭:১১ অপরাহ্ণ |
মোহনপুরে মাদক সম্রাট মাসুম গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট মাসুম মন্ডলকে গ্রেফতার করেছে মোহনপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মাসুম মন্ডল তার পান বরজ এর আড়ালে অনেক দিন থেকে মাদকদ্রব্য তৈরী করে ব্যবসা করে আসছিলো। স্থানীয়রা অনেক বার নিষেধ করেছে কিন্ত মাদক ব্যবসায়ী মাসুম কারও কথায় কান না দিয়ে মাদক ব্যবসায় জোর বাড়িয়ে দেই।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ মাদক বিরোধী বিশেষ অভিযান অংশ হিসাবে গত সোমবার দুপুর দেড়টার দিকে আমরাইল পশ্চিম পাড়া গ্রামের মাদক সম্রাট মাসুম (২৭) এর পান বরজে সহযোগিদের নিয়ে চৌলায় মদ তৈরির জন্য অবস্থান করিতেছে।

গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মাহবুবুর রহমানের এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাসুম কে গ্রেফতার করেন, এ সময় নয়ন (২০) কৌশলে পালিয়ে যায়। মাদক ব্যবসায়ী মাসুমের হেফাজতে থাকা ২টি প্লাস্টিকের ঢাকনা বিশিষ্ট ড্রাম ভর্তি চৌলায় মদ তৈরির উপকরণ ওয়াস (জাওয়া) ১৮০ লিটার এবং একটি মোবাইল ফোন জব্দ করে মোহনপুর থানা পুলিশ।

উপজেলার ধূরইল ইউনিয়ন এর আমরাইল পশ্চিম পাড়া গ্রামের মৃত আশরাফুল এর ছেলে মাসুম মন্ডল (২৭) এবং পলাতক আসামি একই গ্রামের কুতুব মন্ডল এর ছেলে নয়ন (২০)।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আসাসীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় মাসুদকে আদালতের মাধ্যমে মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হয়েছে। পলাতক নয়নকে গ্রেফতার এর জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে