তানোর মুন্ডমালা পৌর বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২০; সময়: ৬:৪৯ অপরাহ্ণ |
তানোর মুন্ডমালা পৌর বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, তানোর : তানোরে মুন্ডমালা পৌরসভায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। ০১ই সেপ্টেম্বের মঙ্গলবার বেলা ১১টার দিকে বিট পুলিশিং এর দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়।

এ উপলক্ষে মুন্ডমালা পৌর হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আব্দুর রাজ্জাক খান।

বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, তানোর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মুন্ডমালা পৌর সভার কাউন্সিলর নাহিদ হাসান প্রমুখ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিট পুলিশ অফিসার মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

সভা পরিচালনা করেন মুন্ডমালা পৌরসভা দায়িত্ব প্রাপ্ত সহকারী বিট পুলিশ অফিসার মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সাহাজুল ইসলাম।

এসময় কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, জনসাধারনের নিরাপত্তা ও আইনশৃংখ্যলা ঠিক রাখতে এলাকা ভাগ করে পুলিশ কর্তকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে