করোনামুক্ত হলেন সাংবাদিক নুর

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০; সময়: ১১:২৯ অপরাহ্ণ |
করোনামুক্ত হলেন সাংবাদিক নুর

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের প্রায় দুই মাস পর অবশেষে রাজশাহীর এক সাংবাদিকের করোনা নেগেটিভ রিপোর্ট হয়েছে। এই সাংবাদিকের নাম আসাদুজ্জামান নূর। তিনি স্থানীয় দৈনিক সানশাইন পত্রিকার স্টাফ রিপোর্টার। তিনি রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক।

শনাক্তের পর একে একে চারবার টেস্ট করানো হয়েছে; কিন্তু প্রতিবারই পজিটিভ ফল এসেছে তার। সর্বশেষ ২৯ জুলাই পাওয়া চতুর্থবারের ফলাফলে তার করোনা ধরা পড়ে। এরপর শুক্রবার (১৪ আগস্ট) পঞ্চমবারের মতো তার নমুনা পরীক্ষা করা হলে করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

নূরের করোনা শনাক্ত হয় গত ২০ জুন। এরপর টানা ৫৬ দিন করোনার সঙ্গে লড়াই করলেন তিনি। তবে এই সময়ে তার তেমন কোনো উপসর্গ বা শারীরিক অসুবিধা দেখা দেয়নি। করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার আগেই গত ১৪ ও ১৫ জুন তার শরীরে হালকা জ্বর অনুভব করেন তিনি।

সেদিন থেকেই স্বেচ্ছায় ঘরবন্দি ছিলেন। এরপর ১৮ জুন করোনা পরীক্ষার জন্য সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের অধীনে নমুনা প্রদান করেন। ২ দিন পর ২০ জুন প্রকাশিত রিপোর্টে প্রথমবার তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। কিন্তু টানা চারবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় আসে ঈদুল আজহা। করোনা নিয়ে ফিরতে পারেননি গ্রামে। শহরে একা ঘরবন্দি অবস্থায় ঈদ চলে যায় নূরের।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু ইউসুফ বলেন, মানব শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ১২ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। কারও শরীরে ৪০ দিনেরও বেশি সময় ধরে ভাইরাস রয়েছে; কিন্তু কোন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে না। এক্ষেত্রে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। ৪০ দিন পার হওয়ার পরে বিপদের আশঙ্কা খুব একটা থাকে না।

  • 124
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে