শোকের মাসে জন্মদিন পালন করেন না মেয়র লিটন

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২০; সময়: ৪:১৪ অপরাহ্ণ |

নিজস্ব প্রতিবেদক: আজ ১৪ আগস্ট।জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সন্তান ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ৬১তম জন্মদিন।৬০ বছর পেরিয়ে আজকের এই দিনে তিনি ৬১ বছরে পা রাখলেন। ১৯৫৯ সালের ১৪ আগস্ট তিনি রাজশাহীর কাদিরগঞ্জে জন্মগ্রহণ করেন। অথচ তিনি তার জন্মদিন পালন করছেন না।

এ বিষয়ে মেয়র লিটন বলেন, আগস্ট শোকের মাস। এ মাসে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়। এজন্য শোকের মাসে জন্মদিন পালন করা হয়না।

এর আগেও ২০১৭ সালে রাসিক মেয়র লিটন তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আমি ১৪ আগস্ট জন্মদিন পালন করিনা বোধগম্য কারাণেই। শুভেচ্ছা না জানানোর জন্য অনুরোধ করছি।

তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, যখন তিনি ছোট ছিলেন, পরিবার থেকে জন্মদিন পালন করা হত। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর থেকে আর এই মাসে জন্মদিন পালন করা হয় না।

খায়রুজ্জামান লিটনের পিতা আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান এবং মাতা জাহানারা বেগম। আবুল হাসনাত বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।ছয় ভাই-বোনের মধ্যে লিটন চতুর্থ এবং ভাইদের মধ্যে জ্যেষ্ঠ। তার দাদা আবদুল হামিদ রাজশাহী অঞ্চলে মুসলিম লীগের সভাপতি ও পূর্ব পাকিস্তান আইন সভার সদস্য (এমএলএ) হিসেবে দায়িত্ব পালন করেন। আব্দুল হামিদের পিতার নাম হাজী লাল মোহাম্মাদ দুই মেয়াদে পূর্ববঙ্গ লেজিসলেটিভ কাউন্সিলের (এমএলসি) সদস্য ছিলেন। তিনি রাজশাহী এসোসিয়েশন ও বরেন্দ্র একাডেমীর একমাত্র মুসলিম সদস্য ছিলেন।খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আকতার রেনী বিশিষ্ট সমাজসেবক ও নারীনেত্রী। তাদের দুই কন্যা সন্তান রয়েছে।

  • 1.2K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে