দুর্গাপুরে পূর্ব শুক্রতার জের ধরে হামলায় দুই বোন আহত

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০; সময়: ৭:৪৫ অপরাহ্ণ |
দুর্গাপুরে পূর্ব শুক্রতার জের ধরে হামলায় দুই বোন আহত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে বড় বোনকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হয়ে চোখ হারাতে বসেছে ছোটবোন পলি বেগম (২১)। এছাড়াও তাঁর বড় বোন ফরিদা বেগম (৩০) পিটিয়ে জখম করা হয়েছে।

তাদেরকে দুইজনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগে জানা যায়, উপজেলার গণকৈড় গ্রামের ফরিদা বেগম মঙ্গলবার বিকেলে ভ্যাঁনগাড়ী যোগে যাচ্ছিলেন বাবার বাড়ি যাচ্ছিলেন। এ সময় পূর্ব শুক্রতার জের ধরে একই গ্রামের লালন ও ডাবলু সহ কয়েকজন নারী তাঁর রাস্তায় গতিরোধ করে অশ্লীল ভাষায় গালমন্দ শুরু করেন। এতে ফরিদা বেগম জবাব দিলে প্রতিপক্ষরা তাকে ভ্যাঁনগাড়ী থেকে টেনে হেঁছড়ে নামিয়ে মারপিট শুরু করেন।

এ সময় ফরিদার চিৎকারে তাঁর ছোটবোন পলি ছুটে আসলে তাঁকেও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এক পর্যায়ে তিনি চোঁখে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেললে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা বলেন, ওই ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানান ওসি।

  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে