বাগমারায় বন্যা কবলিত এলাকা কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পরিদর্শন

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০; সময়: ৩:১৩ অপরাহ্ণ |
বাগমারায় বন্যা কবলিত এলাকা কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা এবং ভাসমান বীজতলা পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) আব্দুল কাদের। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেন। এদিকে দ্বীপপুর ইউনিয়নের লাউবাড়িয়ায় কৃষকদের তৈরি ভাসমান বীজতলা পরিদর্শন করেন। সেই সাথে শুভডাঙ্গা ইউনিয়নে সবজি পুষ্টি বাগানও পরিদর্শন তিনি।

বাগমারায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা) আব্দুল কাদের আগমন করায় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এর পক্ষ থেকে শুভেচ্ছা স্মারণ প্রদান করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার সহ অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও বন্যা কবলিত এলাকা পরিদর্শন কালে তাঁর সঙ্গে ছিলেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সুধেন্দ্রনাথ রায়, অতিরিক্ত পরিচালক শষ্য উম্মে সালমা, জেলা প্রশিক্ষণ অফিসার মঞ্জুরুল হক, ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল আলিম, উপজেলা কৃষি অফিসার রাজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সাইফ আব্দুল্লাহ, সাকলাইন হোসেন, সহ উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।

উপজেলার নরদাশ, বড়-বিহানালী, শুভডাঙ্গা এবং দ্বীপপুৃর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। বন্যা পরবর্তী করণীয় বিষয়ে এবং কি কি ফসল উৎপাদন করা সম্ভব সে ব্যাপারে কৃষকদের ধারণা প্রদান করেন অতিরিক্ত সচিব আব্দুল কাদের।

  • 103
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে