রাজশাহী অঞ্চলে একদিনে শনাক্ত ২৭৬, মৃত্যু বেড়ে ২০৪

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২০; সময়: ১২:৪১ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলে একদিনে শনাক্ত ২৭৬, মৃত্যু বেড়ে ২০৪

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন রাজশাহীতে একজন ও নওগাঁয় একজন করোনা আক্রান্ত রোগির মৃত্যু হয়েছে। এছাড়াও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২১০ জন।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৯৮ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২০৪ জন এবং সুস্থ্য হয়েছেন ৯ হাজার ৬৯১ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৭৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৯ জন, নওগাঁয় ২৪ জন, নাটেরে ৩৮ জন, জয়পুরহাটে ১০ জন, বগুড়ায় ৬৭ জন, সিরাজগঞ্জে ২৫ জন ও পাবনায় ১৬ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৫১৫ জন। এছাড়াও রাজশাহীতে ৩ হাজার ৮২৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৬৮ জন, নওগাঁয় ১ হাজার ২৬ জন, নাটোরে ৬৬৭ জন, জয়পুরহাটে ৮৩০ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৬৭৩ জন ও পাবনায় ৮৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২০৪ জন। এর মধ্যে রাজশাহীতে ৩১ জন, চাঁপাইনবাবগঞ্জে ১০ জন, নওগাঁয় ১৫ জন, নাটোরে দুইজন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ১২২ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৯ হাজার ৬১৬ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ২ হাজার ৪১, চাঁপাইনবাবগঞ্জে ৩০২ জন, নওগাঁয় ৮৯৬ জন, নাটোরে ২৮১ জন, জয়পুরহাট ২১৪ জন, বগুড়ায় ৪ হাজার ৩৮৭ জন, সিরাজগঞ্জ ৮০৪ জন ও পাবনায় ৬৯১ জন।

  • 133
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে