শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরী পরিচালনার ব্যবস্থাপনা রাসিকে হস্তান্তর

প্রকাশিত: আগস্ট ১২, ২০২০; সময়: ৪:৩৫ অপরাহ্ণ |
শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরী পরিচালনার ব্যবস্থাপনা রাসিকে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরী পরিচালনার ব্যবস্থাপনা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নিকট হস্তান্তর করা হয়েছে।

বুধবার নগর ভবনে রাসিকের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের কাছে ব্যবস্থাপনা হস্তান্তর করেন শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক এ.এইচ.এম মাকসুদুল করিম সম্রাট ও অন্যান্য সদস্যবৃন্দ। এ সময় মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরীর কোষাধ্যক্ষ এনায়েত হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ খান স্বপন, কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন রাজু, হিসাবরক্ষক আব্দুর রশিদ ও আজীবন সদস্য সাইফুল শান্ত।

উল্লেখ্য, ১৮৯১ সালে প্রতিষ্ঠিত শাহ্ মখদুম ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরীতে প্রায় ১৪ হাজার বই রয়েছে।

  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে