রাজশাহীসহ শনিরার থেকে চালু হবে আরো ৬টি ট্রেন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০; সময়: ১০:১৬ অপরাহ্ণ |

পদ্মাটাইমস ডেস্ক : করোনা (কোভিড-১৯) মহামারীর কারণে দীর্ঘ ১৪৩ দিন বন্ধ থাকার পর ছয়টি আন্তনগর ট্রেন পুনরায় চালু হতে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট, শনিবার থেকে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাবনার পাকশী বিভাগীয় কার্যালয়ের আওতাধীন থাকা এই ট্রেনগুলো চালু করা হবে।

অনলাইনেই এই ট্রেনগুলোর টিকিট কাটতে হবে। ১১ আগস্ট, মঙ্গলবার দুপুরে রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

চালু হতে যাওয়া ছয়টি ট্রেন হলো- রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, খুলনা-ঢাকা-খুলনা রুটে সুন্দরবন এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটে একতা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটে চিলাহাটি এক্সপ্রেস, খুলনা-চিলাহাটি-খুলনা রুটে সীমান্ত এক্সপ্রেস এবং গোপালগঞ্জের গোবরা-রাজশাহী-গোবরা রুটে টুঙ্গিপাড়া এক্সপ্রেস।

প্রসঙ্গত, করোনা মহামারী প্রতিরোধে গত ২৫ মার্চ পাকশী বিভাগীয় রেলওয়ের সব আন্তনগর, মেইল ও লোকাল ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরবর্তী সময়ে ১৫ জুন সাধারণ ছুটি প্রত্যাহারের পর ৩০ মে থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু করে। প্রথম দফায় গত ৩১ মে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে বনলতা এক্সপ্রেস, লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট রুটে লালমনি এক্সপ্রেস এবং ঢাকা-খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস চালু হয়।

  • 7.9K
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে