মোহনপুর ছাত্রলীগের সভাপতির মুক্তির দাবীতে বাগমারায় ছাত্রলীগের প্রতিবাদ সভা ও মানবন্ধন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২০; সময়: ১:১৮ অপরাহ্ণ |
মোহনপুর ছাত্রলীগের সভাপতির মুক্তির দাবীতে বাগমারায় ছাত্রলীগের প্রতিবাদ সভা ও মানবন্ধন

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (২৬) ও তার বাবা ছলিম উদ্দীন সরদারকে মিথ্যা মামলায় হয়রানী এবং নিঃশর্ত মুক্তির দাবীতে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে ভবানীগঞ্জ জিরো পয়েন্টে এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়।

ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মজিদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভা ও মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেজানুর রহমান সেজান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইসমাইল হোসেন সান্টু, ছাত্রলীগ নেতা জেবাল আহম্মেদ, মেহেদী হাসান, সারোয়ার ইসলাম রাকিব, নাহিদুল ইসলাম নাহিদ, তিতাস আহম্মেদ, নাইমুর রহমান, মোস্তফা কামাল, নাজমুল ইসলাম, মোহন আহম্মেদ, আল আমিন, মীম হোসেন, আকাশুল ইসলাম আকাশ প্রমুখ।

উল্লেখ্য, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক গত ৪ মে একই এলাকার প্রাপ্ত বয়স্ক এক মেয়েকে বিয়ে করায় অপরাধে মেয়ের পরিবার থেকে সাজানো অপহরন মামলা দিয়ে মোহনপুর থানার পুলিশ গত ৭ আগষ্ট তার পিতাসহ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়ে দেয়। বক্তরা অবিলম্বে ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ও তার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবী জানান।

  • 835
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে