রামেকের ল্যাবে একদিনে ৩৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৯:২১ অপরাহ্ণ |
রামেকের ল্যাবে একদিনে ৩৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর আরও ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। সোমবার (১০ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দিন ল্যাবে শুধু রাজশাহীর ১৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে ১৫জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার আটজন এবং তানোর উপজেলার তিনজন, চারঘেোটর সাতজন এবং পবার একজনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন ৩৪ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ৬৭১ জন। এর মধ্যে ১ হাজার ৮৮০ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৩০ জন।

রামেক হাসপাতালের ল্যাবেও করোনার নমুনা পরীক্ষা করা হয়। তবে রাত ৮টা পর্যন্ত সেখানকার রিপোর্ট পাওয়া যায়নি।

  • 273
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে