গোদাগাড়ীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা 

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৪:০৯ অপরাহ্ণ |
গোদাগাড়ীতে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা 

জ্যেষ্ঠ প্রতিবেদক, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহদত বাষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেনের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনার (ভূমি) মোছাঃ নাজমুন নাহারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ খায়রুল ইসলামসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, জন প্রতিনিধি, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানসহ বিভিন্ন সুধিজন।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের প্রতি শ্রাদ্ধা জনিয়ে ১ মিনিটি নিরবতা পালন করা হয়।

সভায় ১৫ আগষ্টের সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনির্মিত রাখা, সকাল ৯ টায় জাতির জনকের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, এর পর পর্যায় ক্রমে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা  এবং বিকেল সাড়ে ৩ টায় আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রস্তুতি সভায় সকল প্রকার স্বাস্থ্যবিধি মানতে গুরুত্ব আরোপ করা হয় এবং মাস্ক পরিধান ছাড়া যেনো কেউ না আসে সে বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

  • 232
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে