রাজশাহীতে শহর বাঁধ রক্ষার্থে পদ্মা নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ৩:৪৬ অপরাহ্ণ |
রাজশাহীতে শহর বাঁধ রক্ষার্থে পদ্মা নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর শ্রীরামপুর পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধ রক্ষার্থে পদ্মা নদীতে ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ।সোমবার দুপুরে নগরীর শ্রীরামপুর পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধে গিয়ে দেখা যায়, নৌকা ভর্তি করে শ্রমিকরা বালুভর্তি জিও ব্যাগ পদ্মা নদীতে ফেলছেন।

পানি উন্নয়ন বোর্ড জানায়, পুলিশ লাইনের সামনের শহর রক্ষা বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। ব্লক সরে যাওয়ার ফলে বাঁধের কিছুটা অংশ দেবে গেছে। এইজন্য জরুরি অস্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দুইটি প্যাকেজের আওতায় জরুরিভিত্তিতে ৪ হাজার ২০৬ টি জিও ব্যাগ ফেলা হচ্ছে।রোববার থেকে শুরু হয়েছে এই জিও ব্যাগ ফেলা।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আসিফ আহমেদ জানান, বাঁধের নিচ থেকে ব্লক সরে গেছে। বাঁধের নিচে মজবুত করার জন্য বাঁধ থেকে সোজাসুজি ২২ মিটার দূরে পদ্মা নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। কারণ বাঁধের নিচে মজবুত করে তারপর উপরে মজবুত করতে হবে।

 

 

 

 

 

  • 362
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে