রাজশাহীতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৭ লক্ষ টাকা ছিনতাই

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০; সময়: ১২:৫৩ পূর্বাহ্ণ |
রাজশাহীতে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৭ লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে দিনে দুপুরে চাল ব্যবসায়ীর সাত লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর চোদ্দপায় এলাকার আবহাওয়া অফিসের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। কাটাখালি পৌরসভার চর শ্যামপুর এলাকা থেকে রাজশাহী শহরে যাওয়ার সময় পুলিশ পরিচয়ে ওই চার ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়।

ছিনতাইয়ের শিকার চাল ব্যবসায়ীর নাম মোতাহার আলী (৪৫)। তিনি চর শ্যামপুর এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোতাহার আলী তার শ্যালক জিলার আলীকে সঙ্গে নিয়ে আবহাওয়া অফিসের পূর্ব পাশের রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে শহরের দিকে যাচ্ছিল। এ সময় চোদ্দপায় বিহাস এলাকায় দুই মোটরসাইকেলে চারজন ব্যক্তি তাদের মোটরসাইকেল থামিয়ে ডিবি পুলিশের পরিচয় দেয়। এ সময় তারা তল্লাশীর নামে তাদের কাছ থেকে নগদ সাত লাখ টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে চমপট দেয়। এ সময় তারা চিকৎকার করলেও লোকজন আসার আগে তার সটকে পড়ে।

মোতাহারের শ্যালক জিলার বলেন, তাদের কাছে মাদক দ্রব্য আছে বলে তল্লাশী করার জন্য ব্যাগটি নিয়ে নেয়। এর পর দুইজন আমাদের শরীর তল্লাশী করে এবং অপর দুইজন প্রথমে ব্যগ নিয়ে মোটর সাইকেলে উঠে বসে। পরে অপর দুইজনও মোটর সাইকেলে উঠে চলে যায়। কিছু বুঝে উঠার আগেই তারা টাকার ব্যাগ নিয়ে চলে গেছে।

কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান বলেন, তাদের ভাষ্য অনুযায়ী তারা সাহেব বাজারে একটি চাল আড়তের মহাজনের আদায় করা টাকা জমা দিতে যাচ্ছিল। আবহাওয়া অফিসের পেছনে দাঁড়িয়ে থাকা দুইটি মোটর সাইকেলে চারজন তাদের থামায়। এ সময় তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশীর নামে টাকার ব্যগ ছিনিয়ে নিয়ে যায়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় আসপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে তারা সেচ্ছায় ওই চারজনের কাছে টাকার ব্যাগ দিয়েছে। টাকার ব্যাগ নিয়ে যাওয়ার অনেক পরে তার চিৎকার করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

  • 804
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে