রাজশাহীর আরও ৭৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: আগস্ট ৯, ২০২০; সময়: ১১:৪১ অপরাহ্ণ |
রাজশাহীর আরও ৭৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে আরও ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার রাজশাহীর দুইটি ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ আসে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) পিসিআর ল্যাবে ৪০ জনের এবং রামেক হাসপাতালের ল্যাবে ৩৯ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে হাসপাতালের ছয়জন রোগী, চিকিৎসক-নার্সসহ সাতজন কর্মী, ১০ জন পুলিশ সদস্য, মিশন হাসপাতালের পাঁচজন রোগী, নগরীর বিভিন্ন এলাকার আটজন এবং জেলার গোদাগাড়ী উপজেলায় একজন ও পুঠিয়ার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে, রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, রোববার তাদের ল্যাবে রাজশাহীর ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১২ জন রামেকে নমুনা দিয়েছিলেন। এছাড়া নগরীর বিভিন্ন এলাকার সাতজন এবং জেলার পুঠিয়া উপজেলার দুইজন, পবার ছয়জন, মোহনপুরের চারজন, বাঘার সাতজন ও বাগমারার দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন ৭৯ জন শনাক্ত হওয়ায় রাজশাহীতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩ হাজার ৬৫৩ জন। এর মধ্যে ১ হাজার ৮৪১ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ২৯ জন। গত ১২ এপ্রিল রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

  • 159
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে