রাজশাহী বিভাগে ১৪ হাজার ছাড়াল করোনা আক্রান্ত

প্রকাশিত: আগস্ট ৮, ২০২০; সময়: ১:২১ অপরাহ্ণ |
রাজশাহী বিভাগে ১৪ হাজার ছাড়াল করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় বগুড়ায় একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২৯ জন।

শনিবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৪ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৯০ জন এবং সুস্থ্য হয়েছেন ৮ হাজার ৪০১ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৪০ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, নওগাঁর ৩০ জন, নাটোরের ৮৪ জন, জয়পুরহাটে ২৩ জন, বগুড়ায় ৮৫ জন, সিরাজগঞ্জে ৩০ জন ও পাবনায় ১৯ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ১৮০ জন। এছাড়াও মহানগরীতে ২ হাজার ৬৭১ জনসহ রাজশাহী জেলায় ৩ হাজার ৫৩২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫১৯ জন, নওগাঁয় ৯৯০ জন, নাটোরে ৬২৮ জন, জয়পুরহাটে ৮০৫ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫৬৯ জন ও পাবনায় ৮৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৯০ জন। এর মধ্যে রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ১১৫ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮ হাজার ৪০১ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৭৩৯, চাঁপাইনবাবগঞ্জে ২৩৮ জন, নওগাঁয় ৮৩৯ জন, নাটোরে ২৫৭ জন, জয়পুরহাট ২০৯ জন, বগুড়ায় ৩ হাজার ৮৭৬ জন, সিরাজগঞ্জ ৬০১ জন ও পাবনায় ৬৪২ জন।

  • 69
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে