রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে সাড়ে ৩ হাজার

প্রকাশিত: আগস্ট ৭, ২০২০; সময়: ২:৩০ অপরাহ্ণ |
রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে সাড়ে ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগির সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত এ জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯২। এর মধ্যে শুধু নগরীতেই আক্রান্ত রোগীর সংখ্যা হলো ২৬৪১ জন।

রাজশাহী সিভির সার্জনের দেয়া তথ্যমতে, রাজশাহীতে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর মধ্যে নগরীতে ২৬৪১ জন, বাঘায় ৭২ জন, চারঘাটে ৯৮ জন, পুঠিয়া ৭৬ জন, দুর্গাপুরে ৫৮ জন, বাগমারায় ৬৮ জন, মোহনপুরে ৯৫ জন, তানোরে ৮৮ জন, পবায় ২১৩ জন ও গোদাগাড়ীতে ৮৩ জন।

জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৮ জন। এর মধ্যে নগরীতেই হলো ১৩ জন। অন্য ১৫ জন বিভিন্ন উপজেলার। এর মধ্যে পবার ৭ জন, বাঘার একজন, চারঘাটের দুইজন, গোদাগাড়ীর তিনজন, মোহনপুরের একজন ও পুঠিয়ায় একজন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন, নগরীতে ১২৮৭ জন, বাঘায় ২০ জন, চারঘাটে ৩৪ জন, পুঠিয়া ২৬ জন, দুর্গাপুরে ২১ জন, বাগমারায় ৫৫ জন, মোহনপুরে ৭০ জন, তানোরে ৫৮ জন, পবায় ৮৮ জন ও গোদাগাড়ীতে ২৩ জন।

বর্তমানে চিকিৎসাধীন ১৭৮২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে ১৭৫৮ জন এবং হাসপাতাল আইসোলেশনে ২৪ জন চিকিৎসা নিচ্ছেন।

  • 122
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে