রাজশাহী অঞ্চলের সর্বশেষ করোনা পরিস্থিতি

প্রকাশিত: আগস্ট ৭, ২০২০; সময়: ১২:৫০ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলের সর্বশেষ করোনা পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময় বগুড়ায় দুইজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। এছাড়াও সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১২২ জন।

শুক্রবার দুপুর পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৮০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৮৯ জন এবং সুস্থ্য হয়েছেন ৮ হাজার ২৭২ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৭৫ জন, চাঁপাইনবাবগঞ্জে একজন, বগুড়ায় ৪৫ জন ও সিরাজগঞ্জে ২০ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৫ হাজার ৯৪ জন। এছাড়াও মহানগরীতে ২ হাজার ৬৪১ জনসহ রাজশাহী জেলায় ৩ হাজার ৪৯২ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫১৭ জন, নওগাঁয় ৯৬০ জন, নাটোরে ৫৪৪ জন, জয়পুরহাটে ৭৮২ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫৩৯ জন ও পাবনায় ৫৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৮৯ জন। এর মধ্যে রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে আটজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে একজন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ১১৪ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮ হাজার ২৭২ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৬৯৪, চাঁপাইনবাবগঞ্জে ২৩৮ জন, নওগাঁয় ৮৩৮ জন, নাটোরে ২৫৭ জন, জয়পুরহাট ২০৯ জন, বগুড়ায় ৩ হাজার ৮৩৩ জন, সিরাজগঞ্জ ৫৭১ জন ও পাবনায় ৬৩২ জন।

  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে