রাজশাহী অঞ্চলে একদিনে শনাক্ত ১০৪, সুস্থ্য ৩৪১

প্রকাশিত: আগস্ট ৫, ২০২০; সময়: ১:০৪ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলে একদিনে শনাক্ত ১০৪, সুস্থ্য ৩৪১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন নাটোর ও পাবনায় কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘন্টায় রাজশাহীতে একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩৪১ জন।

বুধবার (৫ আগস্ট) সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৬০ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৮৪ জন এবং সুস্থ্য হয়েছেন ৭ হাজার ৭৪৩ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নওগাঁয় ১ জন, জয়পুরহাট ১৮ জন, বগুড়ায় ৪০ জন ও সিরাজগঞ্জে ২৯ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৯৯৮ জন। এছাড়াও রাজশাহী জেলায় ৩ হাজার ৩৩৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৯০ জন, নওগাঁয় ৯৫৯ জন, নাটোরে ৫৪৪ জন, জয়পুরহাটে ৭৮০ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৫০১ জন ও পাবনায় ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ১৮৪ জন। এর মধ্যে রাজশাহীতে ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়ায় ১০৯ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ হাজার ৭৪৩ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৫৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২৮ জন, নওগাঁয় ৮০৩ জন, নাটোরে ২৩৯ জন, জয়পুরহাট ২০৯ জন, বগুড়ায় ৩ হাজার ৬৪৯ জন, সিরাজগঞ্জ ৫৪৪ জন ও পাবনায় ৪৮৬ জন।

  • 71
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে