পুঠিয়ায় মোবাইল কোর্টে সুতিজালের স্থাপনা ধ্বংস

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ৯:৫২ অপরাহ্ণ |
পুঠিয়ায় মোবাইল কোর্টে সুতিজালের স্থাপনা ধ্বংস

নিজস্ব প্রতিকবদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত বারনই নদীর মধ্যে বাঁশ দ্বারা অবৈধ বেড়া নির্মাণ করা হয়েছে। বেড়ার সাথে সুতিজাল স্থাপন করে কতিপয় দুষ্কৃতকারী অবৈধভাবে মৎস্য নিধনে মেতে উঠে ।

নদীতে বেড়া স্থাপনের ফলে নদীর পানির প্রবাহ স্তিমিত হয়ে পাশ্ববর্তী এবং উজান এলাকার গ্রাম ও মাঠ প্লাবিত হয়ে ফসল হানি ও জন জীবনে দূর্ভোগ সৃষ্টি করে। সুতি জালের ভাটিতে নদী ভাঙ্গন সৃষ্টি হয়। মৎস্য নিধন বন্ধ, পানি নিষ্কাশনের বিঘ্ন অপসারণ, ফসল হানি রোধ ও জনদূর্ভোগ নিরসনে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মঙ্গলবার বিকাল ৪ টার দিকে পুঠিয়া সিনিয়র উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে বারনই নদীর মঙ্গলপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ।

মোবাইল কোর্টে নদীতে স্থাপিত বাঁশের বেড়া উচ্ছেদ করা হয়েছে। এতে নদীর পানির প্রবাহ স্বাভাবিক হয়েছে। সুতি জালের বেড়া উচ্ছেদের ফলে নদীর পানির প্রবাহ স্বাভাবিক হওয়ায় এলাকার কৃষক ও সাধারণ জনগণ স্বস্তি প্রকাশ করেছেন।

এ সময় জনগণের আকাঙ্খা দুষ্কৃতকারীরা যেন কারও প্রশ্রয়ে ভবিষ্যতে নদীতে এ ধরনের বেড়া দিয়ে মৎস্য নিধন ও ফসল হানি ও জন দূর্ভোগ সৃষ্টি করতে না পারে এমন নির্দেশনাও প্রদান করা হয়।

  • 389
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে