পবা ইউএনও শিমুল আকতার করোনা আক্রান্ত

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ৮:৪৯ অপরাহ্ণ |
পবা ইউএনও শিমুল আকতার করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতার করোনা আক্রান্ত হয়েছেন। ঈদের দিন সন্ধ্যায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

জানা গেছে, কয়েকদিন যাবত তিনি সর্দি-জ্বর ও কাশিতে ভুগছিলেন। এই অবস্থায় তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ঈদের দিন সন্ধ্যার পরে তার রিপোর্ট আসে পজিটিভ। পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জানান, বাড়িতে থেকেই ইউএনও’র চিকিৎসা করা হচ্ছে। ডাক্তাররা নিয়মিত তার শারিরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। গতকাল পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি আরো জানান, মঙ্গলবার পর্যন্ত পবায় মোট করোনা আক্রান্ত হয়েছে ১৯৮ জন। এরমধ্যে মারা গেছে ৭ জন। সুস্থ্য হয়েছে ৮৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ১০৪। পবা উপজেলায় সর্বোচ্চ আক্রান্ত নওহাটা পৌরসভায়। এখানে মোট আক্রান্ত ৬০ জন। এরমধ্যে মারা গেছে ৪ জন, সুস্থ্য হয়েছে ২২ জন ও চিকিৎসাধীন রয়েছে ৩৪ জন।

  • 282
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে