চারঘাটে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ১ (ভিডিও)

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ১২:৩৮ অপরাহ্ণ |
চারঘাটে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে নিহত ১ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাট উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে বিজইর মোড় এলাকায় এই বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত ব্যক্তির নাম মুক্তার হোসেন (৪২)। তিনি একজন বেলুন বিক্রেতা। আহত দুইজন হলেন- মুক্তার হোসেনের ভাইয়ের শাশুড়ি জাহেদা বেগম (৫০) ও ভাতিজা হামীম হোসেন (১)। এদের মধ্যে জাহেদা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর আশঙ্কাজনক অবস্থায় হামীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মইদুল ইসলাম জানান, মুক্তার হোসেন একজন বেলুন বিক্রেতা। বাড়িতে সকালে বেলুনে গ্যাস ঢোকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই মুক্তার নিহত হন। আর আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শিশু হামীমের অবস্থা আশঙ্কাজনক।

চারঘাট থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিভাবে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে হিলিয়াম গ্যাসের পরিবর্তে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করার কারণে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়েছে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

  • 380
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে