গরিবের কি কোন চিকিৎসা নাই?

প্রকাশিত: আগস্ট ৪, ২০২০; সময়: ১২:৩০ পূর্বাহ্ণ |
গরিবের কি কোন চিকিৎসা নাই?

নিজস্ব প্রতিবেদক : শুনেছি গরিবের করোনা হয় না। তবে আজ দেখছি যদিও বা করোনা হয় তবে চিকিৎসা পাওয়া যায় না। সুফিয়া খাতুন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে আসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে। তিনি এসেছিলেন রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট থেকে। চিকিৎসা না পেয়ে যাওয়ার সময় এমন মন্তব্য করেন সুফিয়া খাতুন।

সুফিয়া জানান, সোমবার দুপুরে হাসপাতালের জরুরী বিভাগে যাওয়ার পর চিকিৎসকরা বলেছেন করোনা পরীক্ষা না করে কেন আমাদের কাছে এসেছেন। আমারা করোনা পরীক্ষা করতে চাইলাম। এর জবাবে চিকিৎসক বললেন করোনা পরীক্ষা তো এতো সস্তা নয় যে যখন আসবেন তখন পরীক্ষা করে দিবো। যান বাড়ি ফিরে যান।

তবুও সুফিয়া খাতুনের স্বজনরা হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোন সেবা পাননি। নমুনা সংগ্রহ কেন্দ্রের সামনে দীর্ঘ সময় থেকেও নমুনা দিতে না পেরে বাড়িতে ফিরে যান। বাড়ি যাবার সময় বলেন, শুনেছি গরিবের করোনা হয় না। তবে আজ দেখছি যদিও বা করোনা হয় তবে চিকিৎসা পাওয়া যায় না। গরিবের কি কোন চিকিৎসা নাই ? হায়রে বাংলাদেশ!

  • 67
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে