রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত ছাড়াল ১৩ হাজার (ভিডিও)

প্রকাশিত: আগস্ট ২, ২০২০; সময়: ১২:৫৪ অপরাহ্ণ |
রাজশাহী অঞ্চলে করোনা আক্রান্ত ছাড়াল ১৩ হাজার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলায় গত ২৪ ঘণ্টায় ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোরে এ দিন কোন করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। গত ২৪ ঘন্টায় বগুড়ায় দুইজন ও জয়পুরহাটে একজন করোনা আক্রান্ত রোগি মারা গেছেন। একই সময় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬১ জন।

রোববার (২ আগস্ট) সকাল পর্যন্ত রাজশাহী বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৭ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ১৭৬ জন এবং সুস্থ্য হয়েছেন ৭ হাজার ১৪ জন। দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, নওগাঁর ২১, জয়পুরহাট ৪৬ জন, বগুড়ায় ১৯ জন, সিরাজগঞ্জে ১৬ জন ও পাবনায় ৯ জন।

তিনি জানান, রাজশাহী বিভাগে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৪ হাজার ৮৯৪ জন। এছাড়াও মহানগরীতে ২ হাজার ৪৫২ জনসহ রাজশাহী জেলায় ৩ হাজার ২৪১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৮৪ জন, নওগাঁয় ৯৫৮ জন, নাটোরে ৪৯২ জন, জয়পুরহাটে ৭৬০ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৪৫৬ জন ও পাবনায় ৮৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

ডা. গোপেন্দ্র নাথ বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ১৭৬ জন। এর মধ্যে রাজশাহীতে ২৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬ জন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ১ জন, জয়পুরহাটে ৪ জন, বগুড়ায় ১০৬ জন, সিরাজগঞ্জে ১১ জন ও পাবনায় নয়জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।

এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৭ হাজার ১৪ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ১ হাজার ৩২১ জন, চাঁপাইনবাবগঞ্জে ২২৮ জন, নওগাঁয় ৭৩১ জন, নাটোরে ২২৬ জন, জয়পুরহাট ২০৭ জন, বগুড়ায় ৩ হাজার ৪২৮ জন, সিরাজগঞ্জ ৪৬৮ জন ও পাবনায় ৪০৫ জন।

  • 54
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে