রাাজশাহীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র (ভিডিও)

প্রকাশিত: আগস্ট ১, ২০২০; সময়: ৭:৫২ অপরাহ্ণ |
রাাজশাহীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : ঈদের দিন রাতের মধ্যেই মহানগর এলাকা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে। নির্ধারিত সময়ের আগেই নগরবাসী পরিচ্ছন্ন শহর উপহার পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শনিবার বিকেলে নগরীর ষষ্ঠীতলা কড়ইতলা চত্বর থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন । এ সময় উপস্থিত ছিলেন, রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম। পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার ।

  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে