প্রকাশিত সংবাদ নিয়ে ইউপি চেয়ারম্যনের ব্যাখ্যা

প্রকাশিত: জুলাই ৩১, ২০২০; সময়: ৩:৩৫ পূর্বাহ্ণ |
প্রকাশিত সংবাদ নিয়ে ইউপি চেয়ারম্যনের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক : গত ২৭ জুলাই উত্তরবঙ্গের জনপ্রিয় অনলাইন পত্রিকা পদ্মাটাইমস২৪.কম এ প্রকাশিত ” রাজশাহীতে রেলওয়ের জমিতে অবৈধ ভাবে পিলার দিয়ে জামাত নেতা ইউপি চেয়ারম্যনের ঘর নির্মান সংবাদের ব্যাখ্যা দিয়েছেন পবা উপজেলার হড়গ্রাম ৫ নং ইউনিয়নের চেয়ারম্যন আবুল কালাম আজাদ।

এক প্রতিবাদ লিপিতে পবা উপজেলার হড়গ্রাম ৫ নং ইউনিয়নের চেয়ারম্যন আবুল কালাম আযাদ দাবি করেছেন প্রতিবেদনে তাকে নিয়ে যে তথ্য পরিবেশন করা হয়েছে তা সঠিক নয়।

তিনি বলেন, ‘অবৈধ ভাবে ৫ ইংচি ইটের প্রাচীর ও পিলার দিয়ে রেলওয়ের জমিতে ঘর নির্মান হড়গ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ড আদাড়িয়া পাড়া রেল ক্রসিং ক্লাবের সামনে’ এ তথ্য সত্য নয়। রেলওয়ের জমির সিমানা শেষে সেখানে আমার পৈত্রিক জমি আছে ৩ কাঠা। তার পশ্চিম পাসে একটি কৃষি জমি আমার স্ত্রীর নামে রেল থেকে লিজ নেয়া আছে। রেলের জমির সীমানা রয়েছে নির্মানকৃত ঘরের সামনে রাস্তা পর্যন্ত। রাস্তার পরে আমার নিজের জমিতেই ঘর নির্মান করা হচ্ছে। জমি ম্যাপ দেখে রেলের জমির সীমানা ছেড়ে তা নিশ্চিত হওয়ার পরেই রাস্তার পাসে উত্তর দিকে ১টি গোডাউন ঘরসহ ২ টি দোকান ঘর নির্মান করা হচ্ছে। অতএব, রেলওয়ের জমিতে অবৈধ ভাবে ঘর নির্মানের প্রশ্নই উঠে না।

এছাড়া, আমাকে জামাত নেতা বলা হয়েছে এ তথ্য সম্পূর্ণ মিথ্যা। ওই দলে আমার কোন সদস্য পদ নেই। জামাত ইসলাম দলের সাথে কোন প্রকার সম্পর্ক নেই আমার। স্বাধীনতার পক্ষে দীর্ঘ দিন যাবত দিন রাত কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন যাবত পবা উপজেলার কোন ইউপি চেয়ারম্যন এখন পর্যন্ত নেই। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে “প্রতিটি গ্রাম হবে শহর” সেই লক্ষে অঙ্গীকারবদ্ধ আমি। দীর্ঘদিন যাবত সততার সাথে কাজ করে যাচ্ছি, তার প্রমান ইউপি বাসী ভোটের মাধ্যমে দিয়েছে। একটি পক্ষ রাজনৈতিক ভাবে ফায়দা নিতে ও ষড়যন্ত্র মূলক আমার সম্মান ক্ষুন্ন করতে গনমাধ্যম কর্মীকে ভুল তথ্য সরবরাহ করেছে। এমন ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ এর তিব্র প্রতিবাদ ও নিন্দা জানায়। -(বানিজ্যিক)

  • 116
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে