রাজশাহীতে ঈদে খুলবে চিড়িয়াখানা

প্রকাশিত: জুলাই ৩১, ২০২০; সময়: ১:০১ পূর্বাহ্ণ |
রাজশাহীতে ঈদে খুলবে চিড়িয়াখানা

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার দিন সকাল থেকে খুলে দেওয়া হচ্ছে রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। তবে উদ্যান ও চিড়িয়াখানায় বেড়াতে আসা দর্শনার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহারসহ সংশ্লিষ্ট সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু রাজশাহীর কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা খোলার এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল জানান, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই দর্শনার্থীদের জন্য ঈদুল আজহার দিন থেকে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা খুলে দেওয়া হবে। কোনোভাবেই মাস্ক ছাড়া ভেতরে প্রবেশ করা যাবে না। আর ভেতরে প্রবেশের পর শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। এছাড়া মুখে মাস্ক ব্যবহার না করলে জরিমানা করা হবে বলেও জানান সমর কুমার পাল।

  • 252
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
topউপরে